‘মনের কিনারে’ ভিডিও গান - Inspector Notty K -জিৎ- নুসরাত ফারিয়া -Jaaz Multimedia

‘মনের কিনারে’ ভিডিও গান - Inspector Notty K -জিৎ- নুসরাত ফারিয়া -Jaaz Multimedia

‘Inspector Notty Kসিনেমায় জুটি বেঁধেছেন ওপার বাংলার সুপার স্টার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। অশোক পাতি পরিচালিত এ সিনেমাটি মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয়েছে এর মনের কিনারেশিরোনামের একটি গান। গতকাল ৫ জানুয়ারি ইউটিউবে এটি প্রকাশ করা হয়।

রাজ বর্মনের কণ্ঠে গানটিতে ঠোঁট মিলিয়েছেন জিৎ। তার সঙ্গে রয়েছেন নুসরাত ফারিয়া । প্রাঞ্জলের কথায় গানের সুর করেছেন স্যাভি। এর আগে এ সিনেমার আরো একটি গান ও ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হয়।

ইন্সপেক্টর নটি কেসিনেমার বেশির ভাগ শুটিং ইতালিতে হয়েছে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ ও ভারতে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

 

দেখুন : মনের কিনারেগানটি।